সমার্থক শব্দ বা প্রতিশব্দ

  • অন্ধকার – আঁধার, তমসা, তম, তমঃ, তিমির, তমিস্র, তমসা, নিরালোক, অমা, অনামিশা, শর্বর, নভাক।
  • অশ্রু – চোখের জল, নেত্রজল, লোর, নয়নজল, অশ্রুবারি, আখিঁ-নীর।
  • অনুশীলন – চর্চা, অভ্যাস, রেওয়াজ, মকশো, তালিম।
  • আলো – ভাতি, দীপ্তি, প্রভা, জ্যোতি, উদ্ভাস, আভা, বিভা, নূর, রওশন, দ্যুতি।
  • আকাশ – অন্তরীক্ষ, অম্বর, অভ্র, অনন্ত, গগণ, ব্যোম, শূন্য, শূন্যলোক, নভঃ, নীলিমা, দুল্যোক, আসমান।
  • আগুন – অগ্নি, অনল, পাবক, বহ্নি, হুতাশন, হুতাশ, কৃশানু, বৈশ্বানর, বিভাবসু, দহন, শিখা, সর্বভূক, সর্বশুচি, বীতিহত্রো।
  • আনন্দ – হর্ষ, হরষ, পুলক, আহ্লাদ, সুখ, ফুর্তি, আমোদ, প্রমোদ, হাসি, খুশি, প্রীতি, উদ্ভাসিত।
  • ইতি – অবসান, বিরাম, শেষ, সমাপ্তি, অন্তিম, অন্ত্য, যবনিকা।
  • ইচ্ছা/ঈস্পা – আকাঙ্খা, স্পৃহা, বাঞ্ছা, মনোরথ, বাসনা, কামনা, অভিলাষ, অভিপ্রায়, আগ্রহ, অভীপ্সা, সাধ, চাওয়া।
  • ঈশ্বর – আল্লাহ, খোদা, ইলাহি, ইশ, প্রভু, মনিব, জগদীশ্বর, জগন্নাথ, ধাতা, বিধাতা, ভগবান, সৃষ্টিকর্তা, স্রষ্টা, পরমাত্মা, বিশ্বপতি, অমর, অমরেশ, অজর, অন্তর্যামী, দেব, দেবতা, সুর।
  • উচ্ছ্বাস – স্ফীতি, স্ফুর্তি, বিকাশ, উল্লাস, স্ফুরণ, উচ্ছলতা, প্রাণাবেগ।
  • ঋত্বিক – যাজ্ঞিক, যজ্ঞকর্তা, যাজক, হোমী, হোমক, হোত্রী।
  • ঋণ – দেনা, ধার, কর্জ, হাওলাত।