Category: অান্তর্জাতিক বিষয়াবলি

শতাব্দীভিত্তিক বৈশ্বিক ইতিহাস পরিক্রমা

প্রথম শতাব্দী:

৬৪ – রোম নাগরী অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।
৬৫ – চীনে বৌদ্ধ ধর্মের প্রচলন ও প্রচার শুরু হয়।
৭০ – পবিত্র নাগরী জেরুজালেম ধ্বংস হয়।
৭৯ – ভিসুভিয়াসের প্রচন্ড অগ্ন্যুৎপাত ও লাভা উদগীরণ ঘটে এবং ইতালীর প্রাচীন নাগরী পাম্পেই ধ্বংস হয়ে যায়।
৮০ – বাষ্পীয় শক্তি, হাইড্রোলিক সূত্র এবং বর্গমূলের সূত্র আবিষ্কৃত হয়।
৯০ – কম্পাস আবিষ্কৃত হয়।

দ্বিতীয় শতাব্দী:

১০৫ – চীনে প্রথম কাগজ প্রস্তুত করা হয়।
১০৬ – রোম সম্রাজ্য বিস্তার ঘটে।
১২২ – হাড্রিয়ান প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়।

তৃতীয় শতাব্দী:

২২০ – চীন তিনটি পৃথক রাজ্যে ভেঙে যায়
২৮০ – চীন পুনরায় একত্রিত হয় চী রাজতন্ত্রের অধীনে।
২৯৩ – রোম সম্রাজ্য পূর্ব ও পশ্চিম এ দুভাগে বিভক্ত হয়ে যায়।
৩০০ – চীনে চা পানের প্রথা চালূ হয়।

চতুর্থ শতাব্দী:

৩১০ – আলজেবরা বা বীজগণিতের উন্নয়ন ঘটে। এর বিকাশ সাধন করেন দিওফানতাস।
৩২০ – চীনে ক্যালিওগ্রাফির উন্নয়ন শুরু হয়।
৩২১ – রোম সম্রাজ্যে রবিবার সাপ্তাহিক ছুটি বা বিশ্রামবার হিসেবে ঘোষণা করা হয়।
৩৫০ – মধ্য আমেরিকায় মায়ান নগর রাষ্ট্রের সমৃদ্ধি ঘটে।
৩৯২ – রোম সম্রাজ্যের পূর্ব অংশে খ্রিষ্টান ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হয়।

পঞ্চম শতাব্দী: পঞ্চম শতাব্দীকে আলকেমি যুগ বলা হয়।

৪০০ – ইস্টার দ্বীপে শিলা পাথরের ভাস্কর্য তৈরি শূরু হয়।
৪০১ – জাপানের সুনির্দিষ্ট ইতিহাস রেকর্ড করা শুরু হয়।
৪১০ – রোম নাগরী লুণ্ঠিত হয় এবং আলকেমি যুগ শুরু হয়।
৪৩৯ – কার্থেজ নাগরী দখল করা হয়।
৪৫০ – সিলে কালির ব্যবহার শুরু হয়।
৪৭৬ – রোম সম্রাজ্যের পূর্বাংশের পতন ঘটে।
৪৭৮ – জাপানে শিন্টোবাদ ধর্মীয় ব্যবস্থার প্রচলন শূরু হয়।
৪৭৯ – বৌদ্ধ ধর্মকে চীনের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।

ষষ্ঠ শতাব্দী :

৫৭০ – মহানবী হযরত মুহাম্মদ (সা) এর জন্ম।
৫৮৯ – চীনে গৃহযুদ্ধের অবসান ঘটে এবং সুই রাজতন্ত্রের অধীনে পুনঃএকত্রিত হয়।

সপ্তম শতাব্দী : ইসলাম ধর্মের প্রসারের যুগ।

৬১০ – হযরত মুহাম্মদ (সা) নবুওয়াত লাভ করেন এবং চীনে গ্রান্ড খাল খনন কাজ সম্পন্ন হয়।
৬১৯ – চীনে প্রথম আর্কেস্ট্রা দল গঠিত হয়।
৬৩৩ – হযরত মুহাম্মদ (সা) ইন্তেকাল করেন।
৬৪৪ – চীন কোরিয়া দখল করে।
৬৫০ – চীনে অশ্ববন্ধনী আবিষ্কৃত হয়।
৬৫১ – পবিত্র কুরআনকে লিখিত রূপ দেওয়া হয়।
৬৭০ – আরবরা উত্তর আফ্রিকার ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
৬৮৫ – জাপান বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করে।
৬৯১ – জেরুজালেমে বিখ্যাত পাথরের গম্বুজ নির্মাণ সম্পন্ন হয়।

অষ্টম শতাব্দী :

৭০৫ – দামেস্কের ঐতিহাসিক মসজিদের কাজ শুরু হয়।
৭৫৪ – ইউরোপের রাজার স্বর্গীয় অধিকার বা ডিভাইন রাইট ঘোষণা দেওয়া হয়।
৭৭০ – মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম পাবলিক ফার্মেসী খোলা হয়।
৭৭৮ – রোমে সমবেতভাবে প্রশংসাগীতি গাওয়ার প্রচলন শুরু হয়।
৭৮৭ – ইউরোপে স্ক্যান্ডিনেভীয় জলদস্যুরা একটি বড়সড় হামলা চালায়।

নবম শতাব্দী :

৮০০ – শার্লিম্যান পবিত্র সম্রাজ্য পশ্চিম রোমান সম্রাজ্যের সম্রাট হিসেবে অভিষিক্ত হন।
৮১১ – ইন্দোনেশিয়ায় বার্বাদুর নামের মন্দির নির্মিত হয়।
৮২১ – চীন তিব্বত দখল করে নেয়।
৮৪৫ – চীনের বৌদ্ধদের বিরুদ্ধে নির্যাতনের কালো অধ্যায় শুরু হয়।
৮৫০ – আরব বণিকেরা নৌযানে চীনে পৌছান।
৮৬০ – মধ্যপ্রাচ্যে কারিগরি চুক্তি স্বাক্ষরিত হয়। স্ক্যান্ডিনেভীয় জলদস্যুরা আইসল্যান্ডে হানা দেয়।

দশম শতাব্দী: নগর পত্তনের শতাব্দী/তাস আবিষ্কারের শতক/বারুদ আবিষ্কারের শতক/আরব্য রজনীর শতাব্দী

৯৩৩ – যাজক বা পাদরির উদ্ভব ঘটে।
৯৫০ – চীনে তাসের খেলা প্রচলন হয়। মুসলিম বিশ্বে আরব্য রজনীর কাহিনী সংকলিত হয়।
৯৬৯ – মিশরের রাজধানী কায়রোর পত্তন ঘটে।
৯৭৬ – ইতালির ভেনিস নাগরির পত্তন ঘটান সেন্ট মার্কস।
৯৮৯ – রাশিয়ায় খ্রিষ্টান ধর্ম প্রতিষ্ঠিত হয়।
৯৯৪ – ভারতের রাজধানী দিল্লী প্রতিষ্ঠিত হয়।

একাদশ শতাব্দী :

১০০০ – চীনে বারুদ আবিস্কৃত হয়। নিউজিল্যান্ডে পলিনেশীয়দের আগমন ঘটে।
১০১০ – জাপানের জনপ্রিয় লোকগাঁথা গেনজি শিকিবোর প্রচলন ঘটে।
১০২৪ – চীনে সর্বপ্রথম কাগুজে মুদ্রার প্রচলন ঘটে।
১০৬৬ – নরম্যান ইংল্যান্ড জয় করেন।
১০৯৫ – প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়।
১০৯৯ – প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শেষ হয়।

দ্বাদশ শতাব্দী :

১১৪৪ – ফ্রান্সে প্রথমবারের মতো গির্জা তৈরি হয়।
১১৬১ – চীন যুদ্ধে প্রথম বারের মতো গোলাবারুদ ব্যবহার করে।
১১৭০ – ম্যাগনেটিক কম্পাস আবিষ্কৃত হয়।
১১৮০ – ইউরোপে উইন্ডমিল বা বায়ুচালিত কলের ব্যবহার শুরু হয়।
১১৯১ – জাপানে চা পানের প্রচলন শুরু হয়।

ত্রয়োদশ শতাব্দী :

১২০০ – চীনে সর্বপ্রথম কামান ব্যবহারের প্রচলন শুরু হয়।
১২০২ – ইউরোপে আরবীয় ও হিন্দু গণনা রীতির প্রচলন শুরু হয়।
১২১৫ – ম্যাগনাকার্টা অনুমোদিত হয়। চেঙ্গিস খান তার সম্রাজ্যের বিস্তার ঘটান।
১২২৯ – ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিচার করার জন্য আদালত গটিত হয়।
১২৪০ – চীন ও ইউরোপের মধ্যে সর্বপ্রথম যোগাযোগ স্থাপিত হয়।
১২৭৫ – জগদ্বিখ্যাত ও ইতিহাসখ্যাত পর্যটক মার্কো পেলো চীনে পৌছান।
১২৯০ – ইতালিতে চশমা আবিষ্কৃত হয়। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য গঠিত বণিক সভার উন্নয়ন ঘটে।

চতুর্দশ শতাব্দী:

১৩০০ – সমগ্র ইউরোপে প্লেগ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, যা ইতিহাসে ব্লাক ডেটথ হিসেবে পরিচিত। গোলা কামানের ব্যবহার শুরু হয়।

পঞ্চদশ শতাব্দী : নৌপথ আবিষ্কারের শতাব্দী

১৪০৬ – চীনে সম্রাটের জন্য রাজপ্রাসাদ নির্মাণের কাজ শুরু হয়।
১৪৩১ – কিংবদন্তী ফরাসি রমণী জোয়ান অব আর্ক এর আগুনে পুড়িয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। তাকে ডাইনি অপবাদে মৃত্যুদন্ড দেওয়া হয়।
১৪৩৩ – চীন তার পররাষ্ট্রনীতিতে একলা চলো নীতি গ্রহণ করে।
১৪৪৫ – গুটেনবার্গ জার্মানিতে স্থানান্তরযোগ্য ধাতব টাইপ মেশিন বা মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন।
১৪৫২ – জগদ্বিখ্যাত মোনালিসা চিত্রের চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি জন্মগ্রহণ করেন।
১৪৫৫ – গুটেনবার্গের ছাপাখানায় প্রথম বাইবেল মুদ্রিত হয়।
১৪৮৯ – জর্মানিতে (+) যোগ আর (-) চিহ্নের আবিষ্কার হয়।
১৪৯২ – কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন।
১৪৯৮ – ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন।

ষোড়শ শতাব্দী : মুঘল সম্রাজ্য পতিষ্ঠার শতাব্দী

১৫০২ – জার্মানিতে ঘড়ি আবিষ্কৃত হয়।
১৫১৯ – মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের আগমন ঘটে। ক্যারিবিয়ান অঞ্চলে প্রথম ক্রীতদাস আনা হয়।
১৫২৬ – বাবর পানিপথের যুদ্ধে ইব্রাহীম লোদীতে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের গোড়াপত্তন করেন।
১৫৩৪ – ইংল্যান্ডের রাজা অস্টম হেনরি গির্জার সাথে সম্পর্ক ছিন্ন করে।
১৫৪৩ – পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরো।– কোপার্নিকাস এ তত্ত্ব আবিষ্কার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রথম তেলের খনি আবিষ্কৃত হয়।
১৫৫৫ – তামাক চাষের প্রচলন হয।
১৫৬৬ – ইংল্যান্ডে সমান (=) চিহ্ন আবিষ্কৃত হয়।
১৫৬৯ – জলপথ, স্থলপথ, মহাদেশ, দেশ, সাগর, মহাসগর প্রভৃতি সবকিছু চিহ্নিত করে জার্মানিতে প্রথম সমন্বিত মানচিত্র আবিষ্কৃত হয়।
১৫৮২ – মাস সপ্তাহ, দিন নির্ধারণ ও নির্ণয় করে রোমে ক্যালেন্ডারের প্রচলন শুরু হয়।
১৫৯১ – ইতালিতে থার্মোমিটার আবিষ্কৃত হয়।

সপ্তদশ শতাব্দী :

১৬০০ – বিট্রিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয়।
১৬০২ – ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠত হয়।
১৬০৫ – ভারতের অমৃতসরে শিখদের পবিত্র স্বর্ণমন্দির নির্মিত হয়।
১৬০৮ – ইতালির বিজ্ঞানী গ্যালিলিও অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন।
১৬১০ – ঢাকায় সর্বপ্রথম সুবা বাংলার রাজধানী স্থাপিত হয়।
১৬১৪ – স্কটল্যান্ডে উচ্চতর গণিতের অত্যাবশ্যকীয় সূত্র বা সংকেত লগারিদম আবিস্কৃত হয়।
১৬২১ – রোমে ১ জানুয়ারিকে নববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তামাকের চাষ শুরু হয়।
১৬৩৩ – জাপান তার পররাষ্ট্র নীতিতে বিছিন্নতাবাদী নীতি গ্রহণ করে।
১৬৪৪ – চীনে কিয়াং রাজতন্ত্রের অধীনে মাঞ্চু শাসন প্রতিষ্ঠিত হয়।
১৬৫০ – ইটালিতে চাদেঁর মানচিত্র অঙ্কিত হয়।
১৬৫৯ – ইতালিতে প্রথম আইসক্রিম তৈরি হয়।
১৬৬২ – আগ্রার তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়।
১৬৬৫ – লন্ডনে ভয়াবহ অগ্নিকান্ডে বিখ্যাত জাদুঘরটি ভষ্মীভূত হয়।
১৬৬৭ – নাট্যকার মিল্টনের অমর মহাকাব্য প্যারাডাইস লস্ট প্রকাশিত হয়।
১৬৯০ – কলকাতা নগরীর গোড়াপত্তন ঘটে।

অষ্টাদশ শতাব্দী

১৭০১ – ইংল্যান্ডে শস্য ভাঙার কল আবিষ্কৃত হয়।
১৭০২ – যুক্তরাজ্যের প্রথম ইংরেজি পত্রিকা দ্য ডেইলি কোরেন্ট প্রকাশিত হয়।
১৭৪২ – সুইজারল্যান্ডে তাপমাত্রা মাপার জন্য সেলসিয়াস স্কেল ব্যবহৃত হয়।
১৭৫০ – ইউরোপে শিল্প বিল্পব সুচনা হয়।

বিশ্বব্যাংক ও এর অঙ্গ সংগঠন

● বিশ্বব্যাংক প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১৯৪৪ সালে।
● বিশ্বব্যাংক ও অান্তর্জা‌তিক মুদ্রা তহ‌বিল এর স্বপ্নদ্রষ্টা ~ জন মেনার্ড কেইনস ও হ্যা‌রি ডেক্সটার হোয়াইট।
● বিশ্বব্যাংক প্রথম যে দেশ‌কে ঋণ দেয় ~ ফ্রান্স (১৯৪৭ সা‌লে, ২৫০ মি‌লিয়ন মার্কিন ডলার)
● বিশ্বব্যাংক প্র‌তিষ্ঠা করা হয় ~ ১৯৪৪ সা‌লের ১-২২ জুলাই যুক্তরা‌ষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উ‌ডসের মাউন্ট ওয়া‌শিংটন হো‌টেলে অনু‌ষ্ঠিত ৪৫ টি দে‌শের প্র‌তি‌নি‌ধি‌দের অংশগ্রহ‌ণে গৃহীত চু‌ক্তির মাধ্য‌মে। এ চু‌ক্তি‌টি অানুষ্ঠা‌নিকভা‌বে কার্যকর হয় ২৭ ডি‌সেম্বর ১৯৪৫।
● প্রথম ব্রেটন উডস চু‌ক্তি স্বাক্ষর ক‌রে ~ ২৯ টি দেশ।
● বিশ্বব্যাংক অানুষ্ঠা‌নিকভা‌বে কার্যক্রম শুরু ক‌রে ~ ২৫ জুন ১৯৪৬।
● বিশ্বব্যাং‌কের সদর দপ্তর ~ ওয়া‌শিংটন ডি‌সি, যুক্তরাষ্ট্র।
● বর্তমান ও দ্বাদশ প্রে‌সি‌ডেন্ট ~ জিম ইয়ং কিম (১ জুলাই ২০১২-বর্তমান)
● প্রে‌সি‌ডেন্ট নি‌য়োগ হয় ~ যুক্তরাষ্ট্র থে‌কে।
● প্রে‌সি‌ডে‌ন্টের মেয়াদকাল ~ ৫ বছর।
● বিশ্বব্যাং‌কের কার্য‌নির্বাহী প‌রিচালকমন্ডলী ~ ২৪ সদস্য‌বি‌শিষ্ট।
● সর্বা‌ধিক চাদা প্রদানকারী দেশ ~ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মা‌নি ও ফ্রান্স।
● শীর্ষ অংশীদারী দেশ ~ যুক্তরাষ্ট্র, জাপান, চীন, জার্মা‌নি, ফ্রান্স, যুক্তরাজ্য।
● বিশ্বব্যাংক ইন‌স্টি‌টিউট (WBI) প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১৯৫৫ সা‌লে।
● বিশ্বব্যাংক ইন‌স্টি‌টিউট এর প্র‌তিষ্ঠাকালীন নাম ~ ই‌কো‌নো‌মিক ডে‌ভেলপমেন্ট ইন‌স্টি‌টিউট।
● বিশ্বব্যাংক ইন‌স্টি‌টিউট নামকরণ করা হয় ~ ২০০২ সা‌লে।
● বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রে‌সি‌ডেন্ট ~ ইগু‌নে মেয়ার (১৮ জুন ১৯৪৬-১৭ মার্চ ১৯৪৭)
● বিশ্বব্যাংক গ্রু‌পের অংগ সংগঠন ~ ৫ টি। সেগু‌লো হ‌লো : IBRD, IDA, IFC, ICSID, MIGA
● IBRD :
➺ IBRD এর পূণরূপ ~ International Bank for Reconstruction and Development
➺ IBRD প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১৯৪৪ সা‌লে।
➺ IBRD এর কার্যক্রম শুরু হয় ~ ১৯৪৬ সা‌লে।
➺ IBRD জা‌তিসং‌ঘের বি‌শেষ সংস্থার মর্যাদা লাভ ক‌রে ~ ১৫ ন‌ভেম্বর ১৯৪৭।
● IDA :
➺ IDA এর পূর্ণরূপ ~ International Development Association.
➺ IDA ~ Soft loan Window না‌মে প‌রি‌চিত।
➺ IDA প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সা‌লে।
● IFC :
➺ IFC এর পূর্ণরূপ ~ International Finance Corporation
➺ IFC প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ২০ জুলাই ১৯৫৬ সা‌লে।
● ICSID :
➺ ICSID এর পূর্ণরূপ ~ International Centre for Settlement of Investment Disputes.
➺ ICSID প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১৪ অ‌ক্টোবর ১৯৬৬।
● MIGA :
➺ MIGA এর পূর্ণরূপ ~ Multilateral Investment Guarantee Agency.
➺ MIGA প্র‌তি‌ষ্ঠিত হয় ~ ১২ এ‌প্রিল ১৯৮৮।
➺ MIGA এর লক্ষ্য ও উ‌দ্দেশ্য ~ উন্নয়নশীল দেশসমূহ‌কে বি‌নি‌য়ো‌গে উৎসা‌হিত করা।

অান্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন প্রকার খেলাধুলা

অ্যাথলেটিক

★ অান্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশন সংস্থা (IAAF) প্রতিষ্ঠিত হয় – ১৯১২ সালে, সুইডেবনের স্টোকহোমে।
★ IAAF এর পূর্ণরূপ – International Association of Athletics Federations
★ IAAF এর বর্তমান সদর দপ্তর – মোনাকো।
★ ১৯৯১ সালের পর থেকে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় – ২ বছর পর পর।

কমনওয়েলথ গেমস

★ কমনওয়েলথভুক্ত দেশগুলের মধ্যে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার নাম – কমনওয়েলথ গেমস।
★ প্রথম কমনওয়েলথ গেমস শুরু হয় – ১৯৩০ সালে।
★ কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় – ৪ বছর পর পর।
★ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় নি – ১৯৪২ ও ১৯৪৬ সালে।
★ ২০ তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় – ২০১৪ সালে, গ্লাসগো, স্কটল্যান্ড।

এশিয়ান গেমস

★ এশিয়া মহাদেশ ভিত্তিক সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতার নাম – এশিয়ান গেমস।
★ প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ১৯৫১ সালের ভারতের দিল্লিতে।
★ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ৪ বছর পর পর।
★ সপ্তদশ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় – ২০১৪ সালে,  দক্ষিণ কোরিয়ায়।

সাউথ এশিয়ান গেমস

★ প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় – ১৯৮৪ সালে, কাঠমুন্ডু, নেপাল।
★ সাফ গেমসের বর্তমান নাম – সাউথ এশিয়ান গেমস (২০০৫ সালের ১ জানুয়ারি থেকে)
★ সাফ গেমস অনুষ্ঠিত হয় – ২ বছর পর পর।
★ সাউথ এশিয়ান গেমসে প্রথম কবে ক্রিকেট অন্তর্ভূক্ত হয় – ২০১০ সালে।

টেবিল টেনিস

★ টেবিল টেনিস খেলার টেবিলের মাপ – ৯x৫ ফুট।
★ মাটি থেকে টেবিল টেনিস খেলার টেবিলের উচ্চতা – ২.৫ ফুট।
★ বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হয় – ১৯২৬ সালে।
★ টেবিল টেনিস খেলার নেটের মাপ – ৬ ফুট x ৬.৫ ইঞ্চি।
★ বিশ্ব টেবিল টেনিস ট্রফির নাম – সোয়েথ লিং কাপ।
★ এশিয়ান কাপ, উ থান্ট কাপ ট্রাফিগুলো যে খেলার সাথে জড়িত – টেবিল টেনিস।
★ জাতীয় টেবিলটেনিস প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয় – ১৯৭৫ সালে।

ব্যাডমিন্টন

বিশ্বের খনিজ সম্পদ

★ দক্ষিণ অাফ্রিকার জোহানেসবার্গ বিখ্যাত – স্বর্ণ খনির জন্য।
★ পৃথিবীর বৃহত্তম হীরক খনি অবস্থিত – কিম্বালি, দক্ষিণ অাফ্রিকা।
★ প্রাকৃতিক গ্যাসের উৎপত্তি হয় – জীবাশ্ম থেকে।
★ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান – মিথেন।
★ প্রাকৃতিক গ্যাস যে জাতীয় পদার্থ – পেট্রলিয়াম জাতীয় পদার্থ।
★ বিশ্বে তেল রিজার্ভে শীর্ষ দেশ – ভেনিজুয়েলা।
★ বিভিন্ন খনিজ সম্পদ উৎপাদনে শীর্ষদেশ:
→ প্রাকৃতিক গ্যাস – যুক্তরাষ্ট্র
→ খনিজ তেল – রাশিয়া
→ কয়লা – চীন
→ তামা – চিলি
→ অভ্র – ভারত
→ স্বর্ণ – চীন
→ হীরক – রাশিয়া
→ লৌহ – চীন
→ বক্সাইট – অস্ট্রেলিয়া
→ টিন – চীন
→ রৌপ্য – পেরু
→ দস্তা – চীন
★ প্রাকৃতিক গ্যাস অামদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
★ প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে শীর্ষ দেশ – রাশিয়া।
★ খনিজ তেল অামদানিতে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র
★ খনিজ তেল রপ্তানিতে শীর্ষ দেশ – সৌদিআরব।
★ খনিজ তেল ব্যবহারে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র।

বিশ্বের কৃষিজ সম্পদ

★ বিশ্বে গড়ে মাথাপিছু জমির পরিমাণ – ০.১১ হেক্টর।
★ বিশ্বের প্রথম বায়োটেক শস্যের পথচলা শুরু হয় – ১৯৯৬ সলে।
★ ISAAA এর পূর্ণরূপ – International Service for Acquisition of Agri-biotech Applications.
★ IRRI এর পূর্ণরূপ – International Rice Research Institute.
★ IRRI প্রতিষ্ঠিত হয় – ১৯৬০ সালে।
★ IRRI এর সদর দপ্তর অবস্থিত – লস ব্যানোস, ফিলিপাইন।
★ যুক্তরাষ্ট্রের যে অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় – প্রেইরি।
★ চা’র উৎপত্তি – চীনে, ৩৫০ খ্রিষ্ট পূর্বাব্দে।
★ অান্তর্জাতিক পাট সংস্থার নাম – International Jute Study Group (IJSG)
★ IJSG এর প্রধান কার্যালয় – ঢাকা
★ পৃথিবীর চিনির অাধার বলা হয় – কিউবাকে।
★ কতিপয় ফসল উৎপাদনে শীর্ষদেশ :
→ ধান – চীন
→ গম – চীন
→ চা – চীন
→ তুলা – চীন
→ অাপেল – চীন
→ তামাক – চীন
→ রেশম – চীন
→ প্রাকৃতিক রাবার – ইন্দোনেশিয়া
→ সিনথেটিক রাবার – যুক্তরাষ্ট্র
→ সয়াবিন তেল – যুক্তরাষ্ট্র
→ ভুট্টা – যুক্তরাষ্ট্র
→ চিনি – ব্রাজিল
→ কফি – ব্রাজিল
→ ইক্ষু – ব্রাজিল
→ পামওয়েল – মালয়েশিয়া
→ পাট – ভারত
→ কোকো – অাইভরি কোস্ট
→ নারিকেল তেল – ফিলিপাইন।

নানান দেশে নানান স্কয়ার

১. বাংলাদেশ স্কয়ার= লাইবেরিয়া
২. রাসেল স্কয়ার= ঢাকা
৩. তাস্কিম স্কয়ার= তুরস্ক
৪. ইউনিভার্সিটি স্কয়ার= সানা, ইয়েমেন
৫. তিয়েনমেন স্কয়ার= বেইজিং, চীন
৬. গ্রীন স্কয়ার= ত্রিপলী, লিবিয়া
৭. রেড স্কয়ার= রাশিয়া
৮. ট্রাফ্লাগার স্কয়ার= লন্ডন
৯. ডেমক্রেসি স্কয়ার= কম্বোডিয়া
১০ তাহরির স্কয়ার= কায়রো, মিশর
১১. আজাদি স্কয়ার= তেহরান, ইরান

বিখ্যাত দ্বীপসমূহ

দ্বীপের নাম — আয়তন (বর্গ কিমি) — অবস্থান
✿ অষ্ট্রেলিয়া — ৭৬,৮২,৩০০ — ভারত মহাসাগর
✿ গ্রীনল্যান্ড — ২১,৭৫,৬০০ — সুমেরু মহাসাগর
✿ নিউগিনি — ৭,৭৭,০০০ —
পশ্চিম প্রশান্ত মহাসাগর
✿ বোর্নিও — ৭,২৫,৫৪৫ — ভারত মহাসাগর
✿ মালাগাছি রিপাবলিক — ৫,৯০,০০০ — ভারত মহাসাগর
✿ বাফিন আইল্যান্ড — ৪,৭৬,০৬৫ — সুমেরু মহাসাগর
✿ সুমাত্রা — ৪,৭৩,৬০০ — ভারত মহাসাগর
✿ হনশু — ২,২৮,০০০ — প্রশান্ত মহাসাগর
✿ গ্রেট ব্রিটেন — ২,১৮,০৪১ — আটলান্টিক মহাসাগর
✿ ভিক্টোরিয়া দ্বীপ — ২,১২,১৯৭ — কানাডা আর্কটিক
✿ এলসমিয়ার দ্বীপ — ১,৯৬,২৩৬ — কানাডা
✿ জাভা — ১,২৬,২৯৫ — ভারত মহাসাগর

বিভিন্ন নদীর তীরবর্তী গুরুত্বপূর্ণ কতিপয় শহর

➺ নিউইয়র্ক – হাডসন নদী নদীর তীরে।
➺ লন্ডন – টেমস্ নদী নদীর তীরে।
➺ প্যারিস – সীন নদী নদীর তীরে।
➺ আগ্রা – যমুনা নদী নদীর তীরে।
➺ মস্কো – মস্কোভা নদীর তীরে।
➺ কলকাতা – হুগলী নদী নদীর তীরে।
➺ করাচি – সিন্ধু নদী নদীর তীরে।
➺ বেইজিং – হোয়াংহো নদী নদীর তীরে।
➺ বাগদাদ – টাইগ্রীস নদী নদীর তীরে।

বিভিন্ন দেশের সমুদ্র বন্দর

◆ বাংলাদেশ — চট্টগ্রাম, মংলা, পায়রা।
◆ ভারত — মুম্বাই, চেন্নাই, কলকাতা
◆ ইরান — বন্দর অাব্বাস, অাবাদন
◆ মিয়ানমার — অাকিয়াব, ইয়াঙ্গুন।
◆ জর্ডান — অাকাবা
◆ মরক্কো — ক্যাসাব্লাঙ্কা
◆ ফিলিপাইন — ম্যানিলা, দাভাও সিটি
◆ ইয়েমন — এডেন
◆ মালয়েশিয়া — পেনাং, সুইনহাস
◆ জাপান — ইয়াকোহোমা, ওসাকা
◆ মিসর — সুয়েজ, অালেকজান্দ্রিয়া, পোর্ট সৈয়দ।
◆ লিবিয়া — বেনগাজী
◆ ব্রিটেন — কারডিফ, ব্রিস্টল, ম্যানচেষ্টার, লিভারপুল, লন্ডন, গ্লাসগো, লন্স।
◆ রাশিয়া — ভ্লাদিভোস্টক, সেন্ট পিটার্সবার্গ, লেলিনগ্রাদ।
◆ নরওয়ে — হ্যামারফাস্ট
◆ যুক্তরাষ্ট্র — শিকাগো, সানফ্রান্সিকো, ফিলাডেলফিয়া, নিউ অরলিন্স, নিউইয়র্ক।
◆ কানাডা — মন্টিল, কুইবেক, ভ্যাঙ্কুভার।
◆ ব্রাজিল — রিও ডি জেনিরো
◆ অস্ট্রেলিয়া — বিসব্রেন, সিডনি, মেলবোর্ন, ডারউইন।
◆ নিউজিল্যান্ড — ওয়েলিংটন, অকল্যান্ড।

বিশ্বের বিখ্যাত অাগ্নেয়গিরি

● অাগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় নিঃসৃত গলিত বা অর্ধগলিত সিলিকেটময় পদার্থকে বলে – লাভা।
● লাভা ক্রমাগত ফাটল বা উদগিরণ মুখের চারিদিকে জমা হয়ে যে উচু ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলে – অাগ্নেয়গিরি
● অাকাঙ্কাগুয়া মৃত অাগ্নেয়গিরির অবস্থান – অার্জেন্টিনা-চিলি।
● জাপানের যে পর্বতশৃঙ্গে সুপ্ত অাগ্নেয়গিরি রয়েছে – ফুজিয়ামা।
● হাওয়াই দ্বীপপুঞ্জেরর অবস্থান এবং উৎপত্তি – যুক্তরাষ্ট্রে। ২০ টি দ্বীপের সমন্বয়ে গঠিত, যা অাগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে সৃষ্ট।
● অাতিতলাম সক্রিয় অাগ্নেয়গিরি যে দেশে অবস্থিত – গুয়েতেমালা।
● মিয়ানমারের বিখ্যাত মৃত অাগ্নেয়গিরির নাম – পোপা।
● তাঞ্জানিয়ার বিখ্যাত নিষ্ক্রিয় অাগ্নেয়গিরিটির নাম – কিলিমাঞ্জারো।
● বিশ্বের সর্বোচ্চ অাগ্নেয়গিরি – চিলির ওডস ডেল স্যালাডা (৬৮৮৭ মিটার)।
● বিশ্বের কয়েকটি সর্বোচ্চ অাগ্নেয়গিরি :
➺ ওডস ডেল স্যালাডো (৬৮৮৭ মিটার) – চিলি
➺ নাসিমিন্টো ডি জ্যান্ডল (৬৮৫৮ মিটার) – অান্দিজ
➺ সেরো নেগ্রো (৬৮০০ মিটার) – অান্দিজ
➺ লুল্ল্যাইল্ল্যাকো (৬৭৯৩ মিটার) – চিলি
➺ নিভাদো ডি ট্রিজ ক্রুসিস (৬৭৮৮ মিটার) – অান্দিজ
● বিশ্বের কয়েকটি সক্রিয় অাগ্নেয়গিরি :
➺ অাতিতলাম – গুয়েতেমালা
➺ ইরাজু – কোস্টারিকা
➺ ইচিনিস্কিয়া – রাশিয়া
➺ ইরেবাস – কুমেরু
➺ ফুয়েগো – গুয়েতেমালা
➺ রাউঙ্গ – ইন্দোনেশিয়া
➺ র্যাঙ্গেল – যুক্তরাষ্ট্র
● বিশ্বের কয়েকটি সুপ্ত অাগ্নেয়গিরি :
➺ কিলিমাঞ্জারো – তাঞ্জানিয়া
➺ ওয়েলির্যাঙ্গ – ইন্দোনেশিয়া
➺ তমিবোরা – ইন্দোনেশিয়া
➺ মিস্তি – পেরু
➺ অাপো – ফিলিপাইন
➺ ফুজিয়ামা – জাপান
➺ পিডিস্কা – ইকুয়েডর
● বিশ্বের কয়েকটি মৃত অাগ্নেয়গিরি :
➺ অ্যাকাঙ্কাগুয়া – অার্জেন্টিনা ও চিলি
➺ এলব্রুজ – রাশিয়া
➺ পোপা – মিয়ানমার
➺ ক্যারিসিম্বি, মিনাকো – কঙ্গো
➺ চিম্বোরাজো – ইকুয়েডর
➺ ডেমাসেন্দ – ইরান
➺ ওরিজাবা – মেক্সিকো